প্রকাশিত: Fri, May 5, 2023 3:28 AM
আপডেট: Mon, Jan 26, 2026 5:49 AM

৫ সিটিতে প্রার্থী ঘোষণা

ভোটের প্রতি আস্থা ফেরাতে সরকারকেই উদ্যোগ নিতে হবে: জি এম কাদের

সালেহ্ বিপ্লব: বনানী কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে মেয়র পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের চেয়ারম্যান জি এম কাদের। প্রার্থীরা হচ্ছেন- গাজীপুর সিটি কর্পোরেশনে সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন, রাজশাহী সিটি কর্পোরেশনে মো. সাইফুল ইসলাম স্বপন, খুলনা সিটি কর্পোরেশনে মো. শফিকুল ইসলাম মধু, বরিশাল সিটি কর্পোরেশনে প্রকৌশলী মো. ইকবাল হোসেন তাপস এবং সিলেট সিটি কর্পোরেশনে মো. নজরুল ইসলাম বাবু। সাংবাদিকদের প্রশ্নের গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশাবাদী হতে চাই। আমরা আশা করছি, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে। আমাদের প্রার্থীরা যেনো বিজয়ী হয় সেই মনোভাব নিয়েই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। নির্বাচনের প্রতি আস্থা অনেকাংশেই দেশের মানুষ হারিয়ে ফেলেছে।   

জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি এক প্রশ্নের জবাবে বলেন, আমরা সরকারের সাথে নেই। সংসদে আমাদের বক্তব্য প্রমাণ করে সরকারের সাথে আমাদের কোন প্রেম নেই। আমরা নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে তিনশো আসনে অংশ নেয়ার পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা বিপুল ভোটে বিজয়ী হয়েছি। সেই নির্বাচনে আওয়ামী লীগ জামানত হারিয়েছে।

তিনি বলেন, স্থানীয় সরকারের আরো অনেকগুলো নির্বাচনে আমরা জয়ী হয়েছি। তবে, বেশির ভাগ নির্বাচনেই সরকারি দলের সমর্থকরা আমাদের প্রার্থীদের বিজয় ছিনিয়ে নিয়েছে। সম্পাদনা: শামসুল বসুনিয়া